সরফভাটায় শিক্ষাসামগ্রী বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১২ মে, ২০২৪ at ১১:৪২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন নুরুল আমাতুল ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। উদ্বোধক ছিলেন সরফভাটা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুর রউফ মাস্টার প্রধান বক্তা ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফী। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী এস এম তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সরফভাটা সমিতির সাবেক সভাপতি এ এম এম মমতাজুল ইসলাম, সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ডা. এস এম আবুল ফজল, সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বৈদ্য, ফাউন্ডেশনের ট্রাস্টি বাদশা মিয়া, সরফভাটা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য আবুল কালাম চৌধুরী, ফাউন্ডেশনের সদস্য এস এম আবুল মনছুর, সৈয়দ আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এস এম নওশাদুল ইসলাম। শেষে বিভিন্ন বিদ্যালয় থেকে আসা কয়েক শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসোনাইছড়ি খাল পুনঃখনন, উপকৃত হবেন সাড়ে তিন হাজার কৃষক
পরবর্তী নিবন্ধমোহাম্মদ হাসেম