সরফভাটায় তারেক জিয়া ঐক্য পরিষদ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৫৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ড তারেক জিয়া ঐক্য পরিষদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন স্থানীয় মাঠে গতকাল বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরফভাটা তারেক জিয়া ঐক্য পরিষদের সভাপতি এবং বৃহত্তর রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম ওমানের সভাপতি মৌলানা মোহাম্মদ ইউসুফ। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম। উদ্বোধক ছিলেন সরফভাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আলমগীর চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সরফভাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আইয়ুব চৌধুরী, তারেক জিয়া ঐক্য পরিষদের উপদেষ্টা মো. আবছার মেম্বার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদ দিদার, ইউনিয়ন বিএনপির সদস্য মো. সেকান্দর তালুকদার, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এস আই মো. শাহিন আলম, যুবদল নেতা মো. মোর্শেদ খান, সরফভাটা তারেক জিয়া ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল, যুবদল নেতা মো. সোলাইমান, মো. জালাল, মো. করিম, মো. শোয়েব, মো. সাইফুল, মো. এমরান, মো. ইব্রাহিম, মো. সুমন, মো. কামাল প্রমুখ। শুরুতে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে ভাই ভাই একতা সংঘ ও প্রবাসী কল্যাণ মায়ের দোয়া ফুটবল দল। দুই দল ভালো ক্রীড়া নৈপুণ্য দেখালেও গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে জয়ী হয় প্রবাসী কল্যাণ মায়ের দোয়া ফুটবল দল। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।

পূর্ববর্তী নিবন্ধকাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধলিটল ফ্লাওয়ার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন