সরকার শিক্ষা ব্যবস্থাকে অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে করতে চান

চিকদাইরে শিক্ষাবোর্ড চেয়ারম্যান

রাউজান প্রতিনিধি ম | রবিবার , ২ জুন, ২০২৪ at ৭:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম বলেছেন, শিক্ষা ব্যবস্থায় অতীতের ধ্যাণ ধারণায় পরিবর্তন এনে শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে করতে চান। এই লক্ষ্য নিয়ে এখন আমরা এগুচ্ছি। তিনি গতকাল শনিবার চিকদাইর শাহাদাতফজল যুব উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিমত ব্যক্ত করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ মোফাচ্ছেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা সজল চন্দ্র চন্দ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. আলতাফ হোসেন। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এম. আকতার হোসেন, মোহাম্মদ জাহেদুল আলম জাহেদ, মোহাম্মদ জুলফিকার আলী, মোহাম্মদ নুরুন নবী, মোহাম্মদ কামাল উদ্দিন, নার্গিস সুলতানা শিউলি, টিটু দাশ, মোহাম্মদ জাকের হোসেন, কাজল চৌধুরী, শাহানাজ বেগম, মেম্বার মোহাম্মদ মোদাচ্ছের হায়দার, মুছা আলম খাঁন, শিক্ষক অমল কান্তি চৌধুরী, তাপস সরকার, অনুপমা দাশ ও জুঁই ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুজন দে।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের মুক্তিকামী জনতার পক্ষে সংহতি সমাবেশ
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধিত করল ছাত্রসেনা