সরকার মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করে গড়ে তুলছে

গারাংগিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধনে এমপি মোতালেব

| সোমবার , ২০ মে, ২০২৪ at ৮:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য এম এ মোতালেব বলেছেন, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে শেখ হাসিনার সরকার। তিনি আরো বলেন, সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে কাজ করছে। তিনি নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

তিনি গত শনিবার উপজেলার গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গারাংগিয়া ইসলামিয়া আলীয়া মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান আনোয়ারুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে এবং মুহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, প্রকৌশলী সবুজ কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সেলিম উদ্দীন, নুরুল আজিম, এটিএম রশিদউদ্দীন শাহীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘প্লাস্টিক ফ্রি ক্যম্পাস’ বাস্তবায়নে স্কুল শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির কোয়ালিটি অ্যাসিওরেন্স কমিটির সভা