বাঁশখালী : বাঁশখালীতে গতকাল সোমবার ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেছেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে পরে আলোচনা সভা বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসানের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উত্তম কুমার, আতিকুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ভূমিসেবা সপ্তাহে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশ কিছু ভূমিসেবা প্রদান করা হবে। সরকার উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ প্রতিষ্ঠা এবং স্মার্ট বাংলাদেশ রোডম্যাপে ৪টি পিলার স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নেন্স অন্তর্ভুক্ত করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। স্মার্ট ভূমিসেবা ‘রেজিস্ট্রেশন–মিউটেশন আন্তঃসংযোগ’, ‘স্মার্ট ভূমি নকশা’, ‘স্মার্ট ভূমি রেকর্ড’ ও ‘স্মার্ট ভূমি–পিডিয়া’ ছাড়াও বেশকিছু ভূমিসেবা ব্যবস্থা ‘স্মার্ট ডিজিটালাইজ’ করা হচ্ছে। ইতোমধ্যে ডিজিটালাইজকৃত ভূমিসেবা সমূহও স্মার্ট করে ব্যবহারের সহায়ক ও সহজ করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে ই–নামজারির দ্বিতীয় ভার্সন স্থাপনের কাজ এবং বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে ড্রোন প্রযুক্তির ব্যবহারও রয়েছে। সম্পদের দক্ষ ব্যবহার করে তথ্য চালিত উন্নত নাগরিকসেবা প্রদান এবং নাগরিক সেবা গ্রহণের অভিজ্ঞতা আরো বেশি সহজ করতে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা সিস্টেম ডিজাইনে কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, ক্লাউড কম্পিউটিং, ড্রোন এবং ইউএভি, রিমোট সেন্সিং, মেশিন ভিশন, বায়োমেট্রিঙসহ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।
বোয়ালখালী : বোয়ালখালী প্রতিনিধি জানান, ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়ালখালীতে উদ্বোধন হয়েছে ভূমি সেবা সপ্তাহ। গতকাল সোমবার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, এস এম মোদাচ্ছের প্রমুখ। প্রধান অতিথি বলেন, ভূমি মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত ভূমি সেবা নিশ্চিত করতে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসগুলো কাজ করে যাচ্ছে। শতভাগ ই–নামজারি, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন করা হচ্ছে। গণ শুনানি, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অফিসের বাইরে খোলা স্থানে গণশুনানি গ্রহণ, মিসকেইসের দ্রুত নিষ্পত্তিকরণ, ভূমি উন্নয়ন কর আদায়ে ক্যাম্পিং, সেমিনার ও মাইকিং করে সচেতনতা সৃষ্টি, বেদখলকৃত খাসজমি উদ্ধার, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খাসজমি উদ্ধার, সহ বিভিন্ন কাজ করা হচ্ছে। সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত উপজেলা ভূমি অফিসে ওয়ান স্টপ সার্ভিস প্রদান করা হবে। এ সময় তিনি নামজারী, ভূমি উন্নয়ন কর প্রদান, ভিপি ইজারা ফি প্রদান সহ ভূমি বিষয়ক যেকোন সমস্যা নিয়ে ভূমি অফিসে যোগাযোগ করার জন্য সেবা প্রার্থীদের প্রতি অনুরোধ জানান।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারী উপজেলার ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা ভূমি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীদুল আলম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. জায়নুল আবেদীন। বক্তব্য রাখেন মো. ইসমাইল হোসেন মুহুরী, বোরহান উদ্দিন প্রমূখ।
এসময় ইউএনও বলেন, মানুষের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে অনলাইন ভূমি সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসক নিরলস কাজ করছে। তিনি জনগণ উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে কাঙ্খিত সেবা না পেলে বা কোন ধরণের হয়রানির শিকার হলে সরাসরি সহকারী কমিশনার (ভূমি) ইউএনও কে অবহিত করার আহ্বান জানান।
লোহাগাড়া : লোহাগাড়া প্রতিনিধি জানান, ‘স্মার্ট ভূমিসেবার ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে লোহাগাড়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্ল্যাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম উদ্বোধন করেন।
পরে এক আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, ডা. মোহাম্মদ হানিফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদু শুক্কুর, পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. শাহজাহান, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, আধুনগর ইউপি চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, অধ্যক্ষ একেএম ফজলুল হক, অধ্যক্ষ ফয়েজ উল্যাহ চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, রফিক দিদার ও আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি অফিসের কর্মকর্তা–কর্মচারীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, সংবাদকর্মী, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি–পেশার লোকজন । উল্লেখ্য, আগামী ২৮ মে পর্যন্ত এ সপ্তাহ উদযাপন করা হবে।
কাপ্তাই : কাপ্তাই প্রতিনিধি জানান, কাপ্তাই উপজেলা ভূমি অফিসের উদ্যোগে গতকাল সোমবার উৎসব ও আনন্দ মুখর পরিবেশে ভূমি সেবা সপ্তাহ পালন করা হয়। এ উপলক্ষে আনন্দ র্যালি, সুধি সমাবেশ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তা, কর্মচারি এবং স্থানীয় সর্বস্তরের জনগণের অংশ গ্রহণে এবং সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইনের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা কাপ্তাই উপজেলা কমপ্লেক্স এলাকা প্রদক্ষিণ করে। পরে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, হেডম্যান ও কারবারীরা উপস্থিত ছিলেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন বলেন, সরকার ভূমি সেবা অত্যন্ত সহজ করে দিয়েছে। স্থানীয় জনগন ঝামেলা মুক্ত ভাবে কি উপায়ে ভূমি সেবা পেতে পারেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তিনি যে কোন প্রয়োজনে ভূমি অফিসের সাথে যোগাযোগ করার জন্য সকলের প্রতি আহবান জানান।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ায় ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। গতকাল সোমবার থেকে শুরু হয়ে চলবে ২৮ মে পর্যন্ত। সোমবার ভূমি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এসময় বেলুন উড়িয়ে ভূমি সপ্তাহ’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিলল্পনা কর্মকর্তা দেব প্রসাদ চক্রবর্তী, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খাইরুল বশর মুন্সি, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, ইউসিসিএ’এর চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী প্রমুখ।
আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় জাতীয় ভূমিসেবা সপ্তাহের সপ্তাহব্যাপী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইশতিয়াক ইমন। আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্টানে সুশীল সমাজ, সেবাপ্রার্থীসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।











