জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুর ডাকে দেশের মুক্তির জন্য জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন বীর মুক্তিযোদ্ধারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্নভাবে বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করেছেন। অতীতে কোন সরকার বীর মুক্তিযোদ্ধাদের এভাবে সম্মান দেখাননি। তিনি গতকাল শনিবার দুপুরে পটিয়ার একটি কনভেনশন হলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা আহমদ নবীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকম সামশুজ্জামান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মহিউদ্দিন, বদিউজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুন রশিদ প্রমুখ।