সরকার বিরোধী আন্দোলনে তরুণ প্রজন্ম অগ্রণী ভূমিকা পালন করবে

প্রস্তুতি সভায় শাহাদাত | সোমবার , ১২ জুন, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশে আজ গণতন্ত্র নেই। দেশের গণতন্ত্রের জন্য প্রয়োজন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আজকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গোটা জাতি ঐক্যবদ্ধ। নতুন প্রজন্ম তাদের ভোটার অধিকার ফিরে পেতে চায়। তাই তারা মাঠে নেমেছে। বেকার তরুণরা তাদের চাকরি চায়। এদেশের মানুষ বাঁচার মত বাঁচতে চায়। সরকার বিরোধী আন্দোলনে তরুণ প্রজন্ম অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি গতকাল রোববার বিকালে আগামী ১৪ জুন চট্টগ্রাম মহানগরে তারুণ্যের সমাবেশ উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।

মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনসহ মহানগর, থানা ও ওয়ার্ড যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রমুখ নেতৃবৃন্দ। এর আগে বাকলিয়া থানার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে দক্ষিণ বাকলিয়া বাইদ্দার টেক, ইসহাকের পুল এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড বিএনপি : গতকাল বিকালে বন্দর থানাধীন কলসি দিঘির পাড়স্থ আজিজ এস্টেট প্রাঙ্গণে আগামী ১৪ জুন চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ ও ১৬ জুন বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষে ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ। ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজম উদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বন্দর থানা বিএনপির সহ সভাপতি মো. সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো. হোসেন, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মো. তাজ উদ্দীন, মো. এসকান্দর, মো. ইলিয়াছ, জাবেদ কায়সার, শাহানামা বাচা, আনোয়ার হোসেন জুনু, মাহবুব আলম, ইলিয়াছ সওদাগর, রিয়াজ উদ্দীন রাজু প্রমুখ।

আকবর শাহ থানা যুবদল : চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ সফল করতে আকবর শাহ থানা যুবদল প্রস্তুতি সভা করেছে। গতকাল রোববার বিকেল চারটায় আকবর শাহ থানা যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দীন টুনুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ইলিয়াছের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নগর যুবদলের সহসভাপতি শাহেদ আকবর। উপস্থিত ছিলেন নগর যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক গাজী ফারুক, সদস্য মো. আজিজ, উত্তর কাট্টলী ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মেজবাউদ্দীন চৌধুরী, আকবর শাহ থানা যুবদলের সি. যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, মো. ইউনুচ, আবু তৌহিদ, মনসুর আহম্মেদ মোহন, মো. আলী, সাদ্দাম হোসেন, আনোয়ার হোসেন, মো. আকতার, ইমাম উদ্দীন তারেক প্রমুখ। সভা শেষে কৈবল্যধাম টিন মার্কেট বাস কাউন্টার থেকে একে খান মোড় পর্যন্ত তারুণ্যের সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংকের ‘ডেভেলপমেন্ট ফর প্রফেশনাল এক্সিলেন্স’ শীর্ষক প্রশিক্ষণ শুরু
পরবর্তী নিবন্ধএম এ হান্নানের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ