৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি গতকাল রোববার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা পরিচালক নুসরাত সুলতানা। সভাপতিত্ব করেন ন্যাশনাল ওপিডি এডভাইজারি কমিটির (নোয়াক) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাড. নুরজাহান বেগম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়ার অফিসার অ্যাড. মো. রেজাউল করিম, স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসার প্রোগ্রাম ম্যানেজার নেওয়াজ মাহমুদ, সাংবাদিক হাকিম মোল্লা। প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন শামসুল আলম, লোকমান গণি, আকবর হোসেন, আনোয়ার হোসেন, ইশতিয়াক আহমেদ, জাহানারা হেনা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের (ডিপিও) সভাপতি নুরুন নবী। ধারণাপত্র পাঠ করেন এইউডিসির সভাপতি সাফিয়া বেগম। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এক সময় প্রতিবন্ধী সন্তান নিয়ে পিতা-মাতার দুশ্চিন্তার অন্ত ছিল না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।