সাতকানিয়া সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব বলেছেন, সরকার নারীদের জীবন মান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা করা হয়েছিল নারীর ক্ষমতায়নের লক্ষ্যে। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য দৃষ্টান্ত রেখেছে। তিনি সাতকানিয়া সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেসমিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম। চিব্বাড়ী এম এ মোতালেব কলেজ অডিটোরিয়ামে রোজিনা আক্তারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দীন, জান্নাতুল ফেরদৌস, সম্পাদ নাজিম উদ্দীন, নাসিমুল করিম শিকদার, হারুনুর রশিদ, রিফাত চৌধুরী, নুর বানু, রোখসানা আক্তার, এস এম নুর রুবেল, মোহাম্মদ পারভেজ, আনিসুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।