আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেছেন, প্রত্যেক ধর্মই মানবিকতার কথা বলে। মানুষকে সুন্দর জীবন ও সমাজ গড়ার ক্ষেত্রে ধর্ম পথ দেখায়। বিশ্বে আমরা গর্ব করে বলতে পারি, আমরা একটি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে, একটি অসামপ্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে আত্মপ্রকাশ করেছিলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করার জন্যই স্বাধীনতা এনে দিয়েছিলেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে সামপ্রদায়িক সমপ্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছে। সকল ধর্ম ও সমপ্রদায়ের মানুষ নিজ কর্মে নিয়োজিত থেকে দেশ গড়ার কাজে অবদান রাখছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনা সরকারকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান জানান এম এ মোতালেব। লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের খুসাঙ্গের পাড়া মহাবোধি বিহারের উদ্যেগে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, ক্রোধ ও লোভ–লালসাকে পরিহার করে গৌতম বুদ্ধ সারাজীবন মানুষের কল্যাণে এবং শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, মৈত্রী ও করুণার বাণী প্রচার করেছেন। শান্তি ও সমপ্রীতির মাধ্যমে আদর্শ সমাজ গঠনই ছিল একমাত্র লক্ষ্য। বোধিরতন মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন এডভোকেট সুনীল কুমার বড়ুয়া। উপস্থিত ছিলেন জ্যোতিপাল মহাথের, প্রজ্ঞাবোধি থের, এস এম তিলক থের, সাধন মিত্র থের, জ্যোতিপ্রিয় থের, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, চেয়ারম্যান বিজয় বড়ুয়া, চেয়ারম্যান আবু ছালেহ, চেয়ারম্যান সেলিম উদ্দিন, তুষার কান্তি বড়ুয়া, সুমন কান্তি বড়ুয়া, প্রিয়দর্শী বড়ুয়া, প্রফুল্ল কুমার বড়ুয়া, রিটন বড়ুয়া রোনা, প্রকৌশলী রিপন বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।