সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন দাবি

জাহাজ-ভাঙা ট্রেড ইউনিয়নের সমাবেশ

| শনিবার , ৫ জুন, ২০২১ at ৭:২৫ পূর্বাহ্ণ

মজুরি বোর্ডের রোয়েদাদ অনুযায়ী মাসিক ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা বাস্তবায়ন, নিয়োগকৃত শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, জাহাজভাঙা শিল্পের শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রুপবীমা ও প্রভিডেন্ট ফান্ড চালু এবং শিপ রিসাইক্লিং বোর্ডে মালিক-শ্রমিক সমান সংখ্যক প্রতিনিধি নিয়োগ করার দাবিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এর সহযোগিতায় আয়োজিত জাহাজ ভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। জাহাজ ভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং মুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নুরুল আফসারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, রিজওয়ানুর রহমান খান, ফজলুল কবির মিন্টু, কে এম শহিদুল্লাহ, মোহাম্মদ আলী, মো. ইদ্রিস, মানিক মন্ডল।
সভায় বক্তারা বলেন জাহাজভাঙ্গা শিল্পে জীবনের মারাত্মক ঝুঁকি নিয়ে শ্রমিকেরা জাহাজ ভাঙ্গা কার্যক্রমে নিয়োজিত রয়েছে। প্রতি বছর গড়ে ২০/২২ জন শ্রমিক কর্মক্ষেত্রে আহত হয়ে মারা যায় অথচ ২০১৮ সালে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি এখনো বাস্তবায়ন হয়নি। শ্রমিকেরা দৈনিক ১২ থেকে ১৫ ঘণ্টা কাজ করেও বাঁচার মত মজুরি পায়না।
সভায় আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ অনুসারে জাহাজভাঙা শিল্প সেক্টরে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। শেষে জাহাজ ভাঙা শ্রমিকদের বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন সহকারে বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডবলমুরিংয়ে মোটর সাইকেলের ধাক্কায় মহিলা নিহত
পরবর্তী নিবন্ধ‘সিনেমা নিয়ে এমন উচ্ছ্বাস আর দেখিনি’