সরকারের অন্যায় আচরণে জনগণ আজ বিক্ষুব্ধ

কল্যাণ পার্টির সভায় আবু সুফিয়ান

| বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৬:০৯ পূর্বাহ্ণ

দক্ষিণ চট্টগ্রাম বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, সরকারের অন্যায় আচরণে জনগণ আজ বিক্ষুব্ধ। তিনি গতকাল কল্যাণ পার্টির কার্যালয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের জন্য আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি (জাফর) চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহম্মদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি এডভোকেট জুহুরুল হক আনছারী, মোহাম্মদ মুসলিম সিকদার, ম. হামিদ, এস এম রব, গোলজার হোসেন, আবদুর রশিদ, মো. মুছা, এডভোকেট মোজাম্মিল হোসাইন, মিজানুর রহমান, এড. আসিফ ইকবাল, জাহেদ আলী। উপস্থিত ছিলেন মো. ইকবাল, মো. শাহজাহান, মো. নেজাম, আবুল মনসুর, সাদ্দাম হোসেন সায়মান, বাদশা, জোসেফসহ আরো অনেক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকলেজিয়েট স্কুলে ‘বিশ্ব নাগরিকত্ব শিক্ষা, ধারণা ও প্রয়োগ’ কর্মশালা
পরবর্তী নিবন্ধআলা হযরতের দর্শন মানবতার মুক্তির দিশারী