খোলা বাজারে বিক্রয় নিষিদ্ধ সরকারি হাসপাতালের ওষুধ কালোবাজারির দায়ে এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবদুল নূর। তিনি নগরীর দামপাড়া এলাকার বাসিন্দা। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরা এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন না। তিনি জামিনে গিয়ে পলাতক। এ জন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ দৈনিক আজাদীকে বলেন, ৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২৫ মার্চ নগরীর কোতোয়ালী থানাধীন কে.সি.দে রোডের সিনেমা প্যালেস এলাকা থেকে আবদুল নূরকে খোলা বাজারে নিষিদ্ধ সরকারি হাসপাতালের ওষুধসহ গ্রেপ্তার করে কেতোয়ালী থানা পুলিশ। ঘটনার সময় তিনি উক্ত ওষুধ কালোবাজারি করছিলেন। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে চার্জশিট দাখিল করা হলে ২০১৪ সালের ১১ মার্চ চার্জগঠন করে আবদুল নূরের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন বিচারক।











