সরকারি সিটি কলেজে বাণী অর্চনা উপলক্ষে গত ১৩ ফেব্রুয়ারি গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত ও বিশেষ অতিথি ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আবু মোহাম্মদ মেহেদী হাসান। বাণী অর্চনা কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক অনুক্ষী খাস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাণী অর্চনা উপদেষ্টা প্রফেসর উৎপল চন্দ্র শীল, শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক ও শিক্ষক ক্লাব সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু নাছির। প্রতিযোগিতায় বিচারক ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ (রণী), কলেজের সহকারী অধ্যাপক অন্তরা সাহা ও প্রভাষক চিটু দত্ত। প্রভাষক শান্তা তালুকদারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক উৎপল কুমার ভৌমিক, সহকারী অধ্যাপক উত্তরা রাণী ভৌমিক, সহকারী অধ্যাপক তাপস কান্তি দে, প্রভাষক এডিশন কান্তি দে, প্রভাষক সরস্বতী দাশ, প্রভাষক প্রেমা রক্ষিত, প্রদর্শক সুখলতা সরকার, সংগঠক শিল্পী চৌধুরী, ও বাণী অর্চনা কমিটির সাধারণ সম্পাদক সুস্ময় পাল এবং সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ছাত্রলীগ–ছাত্র সংসদ সরকারি সিটি কলেজ শাখা।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি প্রফেসর ড. সুদীপা দত্ত বলেন, বাংলাদেশ অস্প্রদায়িক চেতনার রাষ্ট্র। জ্ঞান অর্জনের মাধ্যমে আদর্শ নাগরিক হয়ে দেশ গঠনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। খবর প্রেস বিজ্ঞপ্তির।