বাংলাদেশ পুঁজিবাজারে স্টক এক্সচেঞ্জ ট্রেডিং প্লাটফর্মে সরকারি সিকিউরিটিজ লেনদেনের গতি বেগবান করতে এবং এ ব্যাপারে সচেতনতা তৈরির কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) গত সোমবার চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে জুম প্লাটফর্মে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন মার্চেন্ট, এসেট ম্যানেজমেন্ট, কোম্পানিজ, ডিলার এবং ব্রোকারেজ কোম্পানিজ থেকে প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএসইর ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের প্রধান এম সাদেক আহমেদ। তিনি সরকারি বন্ড ট্রেডিংয়ের প্রেক্ষাপট ও এর সামপ্রতিক সুবিধাদি সম্পর্কে অবহিতকরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন।
স্বাগত বক্তব্য রাখেন সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক। সিএসইর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ মেজবাহ উদ্দিন (হেড অফ আইটি), মোহাম্মাদ মরতুজা আলম (হেড অফ ট্রেক মার্কেটিং এন্ড সার্ভিসেস), মোহাম্মদ মনিরুল হক (হেড অফ বিজনেস প্রোমোশন এন্ড মার্কেটিং), মো. নাহিদুল ইসলাম খান (হেড অফ সারভিলেন্স এন্ড মার্কেট অপারেসন্স) প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের সিডিএস অ্যাপ্লিকেশন এন্ড ট্রেনিং বিভাগের মো. মইনুল হক। প্রেস বিজ্ঞপ্তি।