রাউজান সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল বলেছেন, যারা সরকারি সম্পদ ধ্বংস করে তারা জাতিয় শত্রু। এসব চিহ্নিত সন্ত্রাসীদের শনাক্ত করে কঠোর শাস্তি দিতে হবে।
তিনি গতকাল বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এই অভিমত ব্যক্ত করেন। উপজেলা প্রশাসন আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা। বিশেষ অতিথি ছিলেন মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম, ওসি জাহিদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুমন ধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা ইয়াসমিন রুজি, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরু, আবদুর রহমান চৌধুরী, ভূপেষ বড়ুয়া, বাবুল মিয়া, নিজাম উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল বলেন, শান্তির জনপদ রাউজানে কোনো সন্ত্রাসী যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। সরকারি সম্পদসহ জান–মাল রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।