সরকারি সব চাকরির আবেদন ফি হচ্ছে ২০০ টাকা

| বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর, ২০২৪ at ১০:২২ পূর্বাহ্ণ

বিসিএস ও ব্যাংকসহ সব ধরনের সরকারি চাকরির পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করেছে সরকার। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান জানিয়েছেন।

সচিব কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, বিসিএসে আবেদনের ক্ষেত্রে আগে ছিল ৭০০ টাকা, তারা (পিএসসি) প্রস্তাব করেছেন ৩৫০ টাকা। কিন্তু আজকে সচিব কমিটি সিদ্ধান্ত নিয়েছে, এটা হবে ২০০ টাকা। এটা ফ্ল্যাট রেট এই ৪৭তম বিসিএস থেকে। প্রতিবন্ধীদেরও অন্যদের মত শুধু ২০০ টাকা ফি দিতে হবে। খবর বিডিনিউজের।

মোখলেস উর রহমান বলেন, অর্থ বিভাগের মাধ্যমে আরেকটি আদেশ জারি হচ্ছে; সেটি হচ্ছেব্যাংক, বীমা, আধাসরকারি যেটাকে আমরা বলি এক্সটেনশন অব দি গভর্নমেন্ট, এমন যেকোনো প্রতিষ্ঠানের চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা। এক সপ্তাহের মধ্যে ফি কমানোর প্রজ্ঞাপন জারি হবে বলেও জানিয়েছেন মোখলেস উর রহমান।

এতদিন বিসিএসসহ প্রথম শ্রেণির চাকরির নিয়োগ পরীক্ষার আবেদন ফি নির্ধারিত ছিল ৭০০ টাকা। গণআন্দোলনের ক্ষমতার পালাবদলের পর অন্তর্র্বর্তী সরকারে গঠিত সরকারি কর্ম কমিশন গত সোমবার ৪৭তম বিসিএস পরীক্ষা আবেদনের ফি ৩৫০ নির্ধারণের প্রস্তাব পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এর দুদিন পর বুধবার বিসিএসসহ সব ধরনের নিয়োগ পরীক্ষার আবেদন ফি ২০০ টাকা নির্ধারণের ঘোষণা এল।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় হেফাজতে ইসলামের নব-গঠিত কমিটির সভা
পরবর্তী নিবন্ধবিদ্যুতে বছরে ১২০ কোটি ডলার সাশ্রয় সম্ভব, দাবি গবেষণা সংস্থার