সরকারি মেডিকেল কলেজে ভর্তির সময়সীমা বাড়ল

| রবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০২ পূর্বাহ্ণ

সারাদেশে সরকারি মেডিকেল কলেজে ২০২৪২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। গত বৃহস্পতিবার স্বাস্থ্যশিক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বছর সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা ছিল ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। খবর বাসসের।

স্বাস্থ্য শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমবিবিএস ভর্তি কমিটির গত ২ ফেব্রুয়ারি বৈঠকে ২০২৪২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তির সময়সীমা ১৫ ফেব্রুয়ারি কার্যালয় চলা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন শিক্ষাবর্ষে মেডিকল কলেজে ভর্তি পরীক্ষা হয় গত ১৭ জানুয়ারি। ১৯ জানুয়ারি উত্তীর্ণদের ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে ৫ হাজার ৩৭২ জন নির্বাচিত হন, যাদের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান কোটার ১৯৩ জন রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতা সমস্যা উপদেষ্টা পরিষদে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে
পরবর্তী নিবন্ধসজনের ডালে শুভ্র চোখের পাখি শ্বেতাক্ষী