সরকারের নির্দেশনা অনুসরণ করে এবার রাউজানে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। গত সোমবার রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত দুর্গোৎসবে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। রাউজান উপজেলা পরিষদ হলে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, এসি ল্যাণ্ড আবদুল্লাহ আল মাহমুদ, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন. রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যনেল মেয়র জমিরউদ্দিন পারভেজ, পূজা উদযাপন পরিষদের সভাপতি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, এডভোকেট সমীর দাশ গুপ্ত, রোকন উদ্দিন, প্রকাশ শীল, ম্যালকম চক্রবর্তী প্রমুখ।