সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি

সাধারণ শিক্ষার্থীদের সমাবেশ

| শনিবার , ১৮ মে, ২০২৪ at ৭:৫২ পূর্বাহ্ণ

তরুণদের বেকার রেখে স্মার্ট বাংলাদেশ গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনকারীরা। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষার্থী সমাবেশে বক্তারা এ দাবি করেন।

৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের আহ্বায়ক এম. আবুল ফয়েজ মামুন বলেন, বাংলাদেশ জাতীয় সংসদে ৭১ বার বয়সসীমা বৃদ্ধির দাবিটি উত্থাপিত হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় এর সংসদীয় স্ট্যান্ডিং কমিটি লিখিতভাবে ৩৫ বছর করার সুপারিশ করেছে এবং বর্তমান শিক্ষামন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী এমপি মহোদয় সুপারিশ করলেও এখনো পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। তিনি আরো বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ করার জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু, লক্ষ্য লক্ষ্য তরুণদের বেকার রেখে স্মার্ট বাংলাদেশ গঠন করা সম্ভব নয়। শিক্ষার্থী সমাবেশে আরো বক্তব্য রাখেন, আবু সিদ্দিক মারুফ, এম. এ বাশার, ফাহিম আহমেদ, ইনতিসার আলম তিহান, মো: শাহেদ উদ্দিন, কাশেম, বাধন, রাশেদুল ইসলাম, জাহেদুল হাসান, হাসিবুল ইসলাম, তৌহিদুল আলম, তাহমিনা আকতার, রাজু আহমেদ, খাইরুল বশর প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে ফ্রি চিকিৎসা সেবা
পরবর্তী নিবন্ধবিজ্ঞানমনস্ক দেশ গড়ার প্রত্যয়