সরকারিভাবে বড় ধরনের ইফতার আয়োজন নয়

প্রধানমন্ত্রীর নির্দেশনা

| বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:০৯ পূর্বাহ্ণ

এবারের রোজায় সরকারিভাবে বড় ধরনের ইফতার পার্টি না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেসরকারিভাবেও এ ধরনের আয়োজনকে নিরূৎসাহিত করেছেন সরকারপ্রধান। গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশনা দেন বলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন। খবর বিডিনিউজের।

বৈঠকের পর সচিবালয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় সচিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে নির্দেশনা আছে, রমজান মাসে সরকারিভাবে বড় ধরনের ইফতার পার্টি নামক কোনো বিষয় উদযাপন করা যাবে না। এ বিষয়ে সবাইকে সতর্ক করেছেন। বেসরকারিভাবে ইফতার পার্টি করতে নিরূৎসাহিত করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, কারো যদি এ ধরনের অনুষ্ঠান করার ইচ্ছা থাকে তাহলে যেন সেই অর্থে খাদ্য কিনে গরীব মানুষদের মধ্যে বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কারণ জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন পাল্টা প্রশ্ন রাখেন, ইফতার পার্টি করারই বা কারণ কী, বলতে পারেন? এটা কি কোনো ধর্মীয় অনুষ্ঠান?

সাংবাদিকরা জানান, আগে ইফতার পার্টি হয়েছে, অনেকে ধর্মীয়ভাবেও এটি করেন। তখন মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটি কখনই ধর্মীয় ইস্যু নয়। আপনাদের বুঝতে হবে আমরা যেন অপচয় না করি। আমরা যেন লোক দেখানো কার্যক্রমে নিজেদের নিয়োজিত না করি। তার বদলে ওই টাকাটা যদি আপনি কারো কল্যাণে ব্যবহার করতে চান; গরীব মানুষ যাদের টার্গেট করলেন, তাদেরকে আপনি বিলিয়ে দিতে পারেন। আমিআপনি বসে খেলাম, ওখানে অনেক খাদ্যের অপচয় হলো, অর্থের অপচয় হলো। এটার তো ধর্মীয় দিক থেকেও যুক্তি থাকতে পারে না। প্রতিবছর রোজায় প্রধানমন্ত্রী গণভবনে বিভিন্ন পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ইফতার করেন। প্রধানমন্ত্রী এবার ইফতারের আয়োজন করবেন কিনা, এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা তো আমি বলতে পারব না।

পূর্ববর্তী নিবন্ধঢাকা মেডিকেলের শিক্ষার্থীদের নোবেল দেওয়া উচিত : স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধকাল চট্টগ্রামে আন্তর্জাতিক ক্যান্সার সম্মেলন