সাকিব এ বছর আর আইপিএল খেলবেন না তা আগেই জানিয়ে দিয়েছেন। অন্যদিকে এখন পর্যন্ত কোনো ম্যাচে সুযোগ না পেলেও মোস্তাফিজকে চার্টার্ড ফ্লাইটে ভারত নিয়ে গেছে তার দল দিল্লি ক্যাপিটালস। কাটার মাস্টার এখন ভারতেই দিল্লি ক্যাপিটালসের সাথে অবস্থান করছেন। এদিকে গতকাল সন্ধ্যার ফ্লাইটে কলকাতা গেছেন লিটন দাস। আশা করা যাচ্ছে, এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে অভিষেক হবে ফর্মে থাকা এ স্টাইলিশ ওপেনারের।
লিটন দাস আর মোস্তাফিজ কি আইপিএল বাদ দিয়ে আয়ারল্যান্ডের সাথে সিরিজে খেলতে যাবেন কিনা তেমন প্রশ্নের জবাবে বোর্ডপ্রধান নাজমুল হাসান পাপন বরাবরই বলে এসেছেন, জাতীয় দলের অ্যাসাইনমেন্ট আগে। জাতীয় দলের খেলা ফেলে আইপিএল খেলার অনুমতি দেওয়া হবে না। তিনি বারবার বলছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কাছে আগেই সাকিবের পাশাপাশি লিটন ও মোস্তাফিজের কে কখন অ্যাভেইলেবল তা জানানো আছে। তারপরও ছিল সংশয়। আইপিএল বাদ দিয়ে কি লিটন আর মোস্তাফিজ আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী মে মাসের একদম শুরুতে ইংল্যান্ডের চেমসফোর্ডে জাতীয় দলের সফরসঙ্গী হতে পারবেন কিনা। তবে নির্বাচকরা জানিয়েছেন অবশ্যই সময় মত এই দুজন ইংল্যান্ডে বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন। এবং তাদের নিয়েই সিরিজ শুরু করবে বাংলাদেশ।