সম্মিলিত সমমনা ঐক্যজোটের প্রার্থী ঘোষণা

চিটাগাং কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নির্বাচন

| শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১২ পূর্বাহ্ণ

আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া চিটাগাং কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নির্বাচনে সম্মিলিত সমমনা ঐক্যজোটের প্রার্থী ঘোষণা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার নগরীর আগ্রাবাদ বাশার স্কয়ারস্থ সম্মিলিত সমননা ঐক্যজোটের প্রধান নির্বাচনী কার্যালয়ে মো. ইলিয়াস হোসেন সভাপতিত্বে সম্মিলিত সমমনা ঐক্যজোটের জাহিদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় সম্মিলিত সমমনা ঐক্যজোটের প্রার্থী হিসেবে সভাপতি সায়েদুজ্জামান খাঁন, ১ম সহ-সভাপতি মো. সাজ্জাদ হোসাইন, ২য় সহ-সভাপতি মো. নুরুল আবছার, ৩য় সহ-সভাপতি আলহাজ্ব এম নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক খন্দকার লতিফুর রহমান আজিম, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক ডলার, ২য় যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ভূঞা, অর্থ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, কাস্টমস বিষয়ক সম্পাদক এ এস এম রেজাউল করিম স্বপন, কাস্টমস বিষয়ক ১ম সহ-সম্পাদক মনসুর উল আমিন রিয়াজ, কাস্টমস বিষয়ক ২য় সহ-সম্পাদক মো. সারাফাত উল্লাহ শিপন, বন্দর বিষয়ক সম্পাদক মোর্শেদ আলী, বন্দর বিষয়ক ১ম সহ-সম্পাদক মো. লোকমান হোসেন খন্দকার, বন্দর বিষয়ক ২য় সহ-সম্পাদক মো. তাজুল ইসলাম, প্রযুক্তি, প্রশিক্ষণ ও আইন বিষয়ক সম্পাদক এম এ আজিজ হাওলাদার, প্রচার ও দপ্তর সম্পাদক মো. হাসিউদ্দীন আলম রুমী, সাংস্কৃতিক, শ্রম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. সফিউল আলম খোকন, নির্বাহী সদস্য পদে আবু সালেহ, মো. আবু তাহের, চিত্ত সাহা, এনামুল কবির বাচ্চু, এস এম ফরিদুল আলম, দেলোয়ার হোসেন চৌধুরী, শফিউল আজম খান, মহিবুর রহমান চৌধুরী মিনার, একরামুল হক মামুন, ওয়ালী উল ইসলাম, কামরুজ্জামান ও মোফাজ্জল হোসেন মাহফুজের নাম ঘোষণা করেন জাহিদ হোসেন।
সভায় জাহিদ হোসেন বলেন, চট্টগ্রাম কাস্টমস সিএন্ডএফ এজেন্টদের স্বার্থ রক্ষার্থে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য এই ঐক্যজোট গঠন করেছি। আমরা চাই সিএন্ডএফদের স্বার্থ নিয়ে কাজ করতে। কোনো ধরনের হুমকিতে আমরা কাবু হবো না। আমাদের এই সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত সমমনা ঐক্যজোটের মনোনীত সায়েদুজ্জামান-সাজ্জাম-আজিম পরিষদকে বিজয়ী করতে হবে। এই পরিষদ বিজয়ী হলে বিজয়ী হবে সিএন্ডএফ এজেন্টরা, লাভবান হবে আমাদের ভাই-বন্ধুরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইডেন স্কুলে স্বাস্থ্য ক্যাম্প
পরবর্তী নিবন্ধনির্মাণ শ্রমিকদের আর্থিক প্রণোদনা প্রদানের দাবি