সম্মিলিত প্রচেষ্টায় অসহায় দুর্গত দুর্দশাগ্রস্ত মানুষের তরে সেবা কার্যক্রমকে আরো বেগবান করার আহ্বান জানিয়েছেন প্রাক্তন জেলা গভর্নর, সাংবাদিকতায় একুশেপদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের বোর্ড সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এ আহ্বান জানান।
ক্লাবের সভাপতি লায়ন আবদুর রব শাহীনের সভাপতিত্বে ও নব-নির্বাচিত সভাপতি লায়ন এম সোহেল খানের পরিচালনায় বোর্ড সভা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাজমুল হক চৌধুরী, প্রাক্তন জেলা গভর্নর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ডিরেক্টর লায়ন মো. মঞ্জুর আলম, প্রাক্তন জেলা গভর্নর ও চিটাগং লায়ন্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান লায়ন কামরুন মালেক, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন সিলভাস্টার বার্নাডেট, সিনিয়র গভর্নর এডভাইজার নুরুল আলম, জিএসটি ডিস্ট্রিক্ট কো-অরডিনেটর লায়ন গোপালকৃষ্ণ লালা, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কো-অরডিনেটর লায়ন মোসলেহউদ্দীন খান, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার্স লায়ন তপন কান্তি দত্ত, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার্স লায়ন রাজিব সিনহা, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, জোন চেয়ারপার্সন ও নব-নির্বাচিত ইয়্যুথ এক্সচেঞ্জ চেয়ারম্যান লায়ন নিশাত ইমরান, জোন চেয়ারপার্সন লায়ন সাধন কুমার ধর, জোন চেয়ারপার্সন ও সদ্যপ্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট লায়ন আবু নাসের রনি এবং ক্লাবের প্রাক্তন সভাপতি ও সার্ভিস চেয়ারম্যান লায়ন ডা. মেসবাহউদ্দিন তুহিন।
বক্তারা সমন্বিতভাবে সেবাদানের উপর গুরুত্বারোপ করে বলেন, ঐতিহ্যমণ্ডিত ক্লাব হিসেবে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের অবস্থান সমুন্নত করার জন্য সুপরিকল্পিত ও সমন্বিত কর্মসূচি গ্রহণ করে দুর্গত অসহায় ও কম সৌভাগ্যবানদের মাঝে কাজ করতে হবে। বোর্ড সভায় আগামী সেবাবর্ষের কার্যক্রমকে গতিশীল ও বেগবান করার জন্য নিয়মিত সেবা কর্মসূচির পাশাপাশি বিবিধ সেবা প্রকল্প হাতে নেয়া হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের বোর্ড সভায় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ বাংলাদেশের জোন চেয়ারপার্সন ও লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের প্রাক্তন সভাপতি সাংবাদিক লায়ন হাসান আকবর, ক্লাবের সহসভাপতি লায়ন শহীদুল ইসলাম টিটু, সেক্রেটারি লায়ন বাবুল কান্তি লালা, ট্রেজারার লায়ন রেবেকা নাসরিন, জয়েন্ট সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরী, জয়েন্ট ট্রেজারার ও নব-মনোনীত সেক্রেটারি লায়ন নাজমুল শাকের, নব-মনোনীত ট্রেজারার লায়ন নূর আকতার জাহান, টেইল টুইস্টার লায়ন মোহাম্মদ আইয়ুব, বোর্ড অব ডিরেক্টরের সদস্য লায়ন মোহাম্মদ ইমরান। বোর্ডসভা শেষে নব-নির্বাচিত সভাপতি লায়ন এম সোহেল খানের আমন্ত্রণে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।