সম্মিলিত পরিষদের প্রার্থীদের পূর্ণ প্যানেলে বিজয়ী করার আহ্বান

বিজিএমইএ নির্বাচন

| রবিবার , ৩ মার্চ, ২০২৪ at ৭:২২ পূর্বাহ্ণ

বিজিএমইএ নির্বাচন ২০২৪২০২৬ উপলক্ষ্যে সম্মিলিত পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক গত ১ মার্চ চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়। সম্মিলিত পরিষদের নির্বাচন কমিটির প্রধান সমন্বয়কারী এবং বিজিএমইএর প্রাক্তন সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেনসম্মিলিত পরিষদের প্রার্থীগণ যথাক্রমেপ্যানেল লিডার ও বিজিএমইএর বর্তমান সিনিয়র সহসভাপতি এস এম মান্নান (কচি) বর্তমান প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী, বর্তমান পরিচালক এম. আহসানুল হক, মোহাম্মদ মুসা, আমজাদ হোসেন চৌধুরী, মোস্তফা সারওয়ার রিয়াদ, মোহাম্মদ রাকিব আল নাছের, মো. আবছার হোসেন, গাজী মো. শহিদ উল্লাহ, শোভন ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেনবিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহসভাপতি এরশাদ উল্লাহ, প্রাক্তন প্রথম সহসভাপতি এস.এম. আবু তৈয়ব, নাসিরউদ্দিন চৌধুরী, মঈনউদ্দিন আহমেদ (মিন্টু), প্রাক্তন পরিচালক এ এফ চৌধুরী ফেরদৌস, আবদুল ওয়াহাব, কাজী মাহাবুব উদ্দিন জুয়েল, নাফিদ নবী, সম্মিলিত পরিষদ চট্টগ্রামের সেক্রেটারী ও বিজিএমইএর প্রাক্তন পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর প্রমুখ।

নেতৃবৃন্দ বর্তমান বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে পোশাক শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। এ লক্ষ্যে সরকারের সাথে সমন্বয় সাধন করে রপ্তানি বান্ধব নীতিমালা প্রণয়ন ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে আগামী দিনের স্মার্ট বাংলাদেশের স্মার্ট পোশাক শিল্প গড়ার লক্ষ্যে ৯ মার্চ বিজিএমইএর নির্বাচনে সম্মিলিত পরিষদের প্রার্থীদেরকে পূর্ণ প্যানেলে বিজয়ী করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখুলশী ক্লাব লিমিটেডের মিলনমেলায় বর্ণিল আয়োজন
পরবর্তী নিবন্ধআশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টকেশক্তিশালী করার প্রত্যয়