সম্মিলিত দলিল লেখক সমিতি ও নকল নবিশ এসোর ৪ ঘণ্টা কর্মবিরতি

রেজিস্ট্রি অফিসে প্রবেশ করে হামলা

| মঙ্গলবার , ১৪ মার্চ, ২০২৩ at ১০:২৪ পূর্বাহ্ণ

সম্মিলিত দলিল লেখক সমিতি ও নকল নবিশ এসোসিয়েশনের নেতৃবৃন্দ গতকাল সোমবার দুপুর ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্সের আঙ্গিনায় শিক্ষানবিশ দলিল লেখক ও সংরক্ষিত অফিস কক্ষে প্রবেশ করে কর্মরত নকল নবিশের উপর হামলার প্রতিবাদে এ কর্মবিরতি পালন করা হয়।

এসময় সমিতি চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেঙ দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে ও নকল নবিশ চান্দগাঁও ইউনিটের সভাপতি শাহাদাত হোসেনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির পরিষদ সদস্য সিরাজুল ইসলাম হৃদয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব মোক্তার আহমদ, চট্টগ্রাম জেলা নকল নবিশ এসোসিয়েশনের সভাপতি প্রশান্ত কুমার সরকার, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সহ সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, মো. বেলাল উদ্দিন, উত্তম মজকুরী, এম জাহাঙ্গীর আলম, তমিজ উদ্দিন চৌধুরী, এরশাদ উদ্দিন, নুরুন্নবী, মোহাম্মদ হোসেন, রিপন বিশ্বাস, মো. আখতারুজ্জামান। আরও উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন, এম এ নেওয়াজ, মো. মনিরুল ইসলাম, শহীদুল ইসলাম শহীদ, মামুনুর রশিদ, আবদুল করিম মো. আকবর, শেখ আবদুল মান্নান, মো. ইলিয়াস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২৪ হাজার ইয়াবাসহ পাচারকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসন্দ্বীপে বসতবাড়িতে ডাকাতি ও হামলার ঘটনায় গ্রেপ্তার ৪