সম্মিলিত আবৃত্তি জোটের কবিতায় শরৎ

| রবিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:১৫ পূর্বাহ্ণ

জেলা শিল্পকলা একাডেমিতে গতকাল ২৭ সেপ্টেম্বর হলো শরৎ এর কবিতায় নান্দনিক আবৃত্তি অনুষ্ঠান। কবিতায় শরৎ শিরোনামের এ অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম সম্মিলিত আবৃত্তি জোট।

উম্মে সালমা নিঝুমের সঞ্চালনায় কথামালা পর্বে অংশ নেন, আব্দুল হালিম দোভাষ, মাসুদ বকুল, প্রণব চৌধুরী। সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রামের সভাপতি ফারুক তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জোটের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম। উদ্বোধনী আবৃত্তি করেন সহ সভাপতি বনকুসুম বড়ুয়া।

শরৎ এর নানা কবিতার একক, দ্বৈত, ত্রয়ী ও বৃন্দ আবৃত্তিতে অংশগ্রহণ করে বোধন, শৈশব, উচ্চারক, মুক্তধ্বনি, চবি আবৃত্তি মঞ্চ, উদীরণ, অঙ্গনচবি, একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র, তারুণ্যের উচ্ছ্বাস, স্বদেশ, দৃষ্টি, চট্টলা, স্বপ্নযাত্রী, পাণ্ডুলিপি, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, স্পৃহা, বৈখরী, চট্টগ্রাম আবৃত্তি একাডেমি, প্রহর, ডিঙ্গি, প্রমিতি এবং প্রত্যয়। শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি। বিভিন্ন পরিবেশনায় ছিলেন পাতা দে বৃষ্টি, দীপা দাশ, স্নিগ্ধা বড়ুয়া, আবৃতা গুপ্তা, মনিষা তঞ্চঙ্গা, অয়ন দে, অর্পিতা ধর, রমিতা ভৌমিক, অনন্যা দাশ, অনুকা গুহ, নীহারিকা পাল, এঞ্জেলিকা বড়ুয়া, তামান্না আখতার, সোমা মুৎসুদ্দী, অথৈ রহমান, সঞ্জয় কুমার, সৌরভ জাহান প্রমুখ। উপস্থিত ছিলেন কবি নিশাত হাসিনা শিরিন, অনির্বাণ চৌধুরী, ইকবাল হোসেন জুয়েল, মাহফুজা হক স্নিগ্ধা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুর প্রতিরোধে ও সচেতনতায় প্রয়াসের মশারি বিতরণ
পরবর্তী নিবন্ধপটিয়ায় ৩০০ লিটার চোলাই মদ উদ্ধার