সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

আহ্বায়ক বজলুর রশিদ, সদস্য সচিব ইমরান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ জুন, ২০২৩ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রামের স্টিয়ারিং কমিটির সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক আবু মোহাম্মদ হাশেম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব এএইচএম জিয়াউদ্দিন।

সমন্বয় পরিষদ সূত্র জানায়, পূর্বের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করে আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এএসএম বজলুর রশিদ মিন্টুকে আহ্বায়ক এবং সমিতির বর্তমান সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরানকে সদস্য সচিব করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি অনাড়ম্বর পরিবেশে নতুন আহ্বায়ক কমিটি বরাবরে দায়িত্ব হস্তান্তর করা হয়। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিগত বছরের কার্য বিবরণী তুলে ধরা হয়।

সভায় উপস্থিত ছিলেন স্টিয়ারিং কমিটির সদস্য মাহবুব উদ্দিন আহমদ, মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, রেজাউল করিম চৌধুরী, মোহাম্মদ মুজিবুল হক, রতন কুমার রায়, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, হুমায়ন আকতার মোস্তাক, নাজমুল আহসান খাঁন আলমগীর, মনতোষ বড়ুয়া, অশোক কুমার দাশ, মো. আবদুর রশীদ, সুনীল সরকার, এমএ নাসের চৌধুরী, নুরুল আলম চৌধুরী, ফখরুদ্দিন চৌধুরী, কাজী নজমুল হক, দিন মনি দে, মো. জাহাঙ্গীর আলম ও চন্দন বিশ্বাস।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার মাহবুব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধযৌন নিপীড়ন সামাজিক ব্যাধি, এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন