সম্প্রীতির বন্ধন অটুট রেখে দেশকে এগিয়ে নিতে হবে : সুফিয়ান

| শুক্রবার , ১১ অক্টোবর, ২০২৪ at ৮:০২ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, বাংলাদেশ একমাত্র দেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন বিদ্যমান। জাতিধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষ যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করছে। আওয়ামী লীগের রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। বিএনপি বিভাজনের রাজনীতি করে না, ঐক্যের রাজনীতি করে। আওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তাদের অশুভ তৎপরতা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। তিনি বলেন, পূজার কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিএনপির নেতাকর্মীরা কাজ করছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে আমাদের ক্ষুধাদারিদ্র্য ও বৈষম্যমুক্ত মানবিক দেশ গড়ে তুলতে হবে।

তিনি গতকাল বৃহস্পাতিবার সন্ধ্যায় দুর্গাপূজা উপলক্ষে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ ঘাসিয়ারপাড়া শিশু কিশোর পূজা উদযাপন পরিষদ, পদ্মা কিশোর মিতালি সংঘ ও মক্কী কলোনি পূজা উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় তিনি মন্ডপে আগত সনাতন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক যু্‌গ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া, মসিহউদ্দৌলা জাহাঙ্গীর, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী ইলিয়াছ শেকু, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান লিটন, শওকত আলী, হাজী নিজামুল ইসলাম, মিজানুর রহমান সুমন।

পূর্ববর্তী নিবন্ধপাথরঘাটায় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীর ২৩টি পূজা মণ্ডপে সরকারি অনুদানের ডিও বিতরণ