সম্পর্ক, বিয়ে ও বিচ্ছেদ অপরাধ নয় : মিথিলা

| মঙ্গলবার , ১৮ মে, ২০২১ at ১০:৪৯ পূর্বাহ্ণ

বিচ্ছেদের পাঁচ বছর পর অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে এক ‘সারপ্রাইজ লাইভ’ নিয়ে ‘বিরূপ’ মন্তব্যকারী তারকা সহকর্মীদের একহাত নিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিচ্ছেদের পর প্রথমবারের মতো গত শনিবার রাতে ‘স্যাটারডে নাইট সারপ্রাইজ’ শিরোনামে এক লাইভ শো’তে অংশ নেন সাবেক এ তারকা জুটি। দুজনকে জড়িয়ে প্রতিনিয়ত ফেসবুকে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের বিরুদ্ধে সেই আয়োজনে সোচ্চার হয়েছিলেন তাহসান-মিথিলা। বিষয়টি নিয়ে ভক্তদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেলেও তারকা সহকর্মীদের মধ্যেই কেউ কেউ এটিকে ‘ভালোভাবে নেননি’ বলে জানালেন মিথিলা; এমনকি দুইজন সহকর্মীর বুলিংয়ের শিকার হওয়ার কথাও জানালেন তিনি। রোববার এক ফেসবুক স্ট্যাটাসে সেই সহকর্মীর নাম না উল্লেখ করে মিথিলা বলেছেন, ‘তাদের মধ্যে একজন লিখেছেন, ‘বিয়ে, ডিভোর্স সব নাকি বেচে দিলাম।’ সহকর্মীর এমন ‘বিরূপ’ মন্তব্যে বিষ্ময় প্রকাশ করে মিথিলা প্রশ্ন তুলেছেন, আপনি চাইছেন, বিচ্ছেদের পর দুইজন মানুষ পেশাদার কোনও কাজে যুক্ত হতে পারবে না? পাবলিক ফিগাররা তাদের সম্পর্ক, বিয়ে ও বিচ্ছেদের কথা লুকিয়ে রাখবে? তারা এটা কেন করবে? এটা কোনও অপরাধ নয়! আপনি চান, বিচ্ছেদের পর তারকাদের মুখ দেখাদেখি আজীবনের জন্য বন্ধ থাকবে? এটা কী আপনার জন্য স্বাভাবিক? ফেসবুক স্ট্যাটাসে বলছেন, আরেকজন তারকা লিখেছেন, ‘ডিভোর্সের পর এত শ্রদ্ধা, বন্ধুত্ব, আগে কই ছিল এই সব? খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধকবীর সুমনের সৃষ্টি ‘রাগ আজাদ’
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১১৫.২৭ কোটি টাকা