সম্পর্কের যত্ন করতে হয়

ইশরাত সুলতানা চৌধুরী সুইটি | শুক্রবার , ৩১ মে, ২০২৪ at ৯:৪৫ পূর্বাহ্ণ

সম্পর্ক একটা ছোট শব্দ হলেও জীবনের চলার পথে এটার গুরুত্ব অনেক। যে কোনো সম্পর্কে বিশ্বাস শ্রদ্ধা স্নেহ ভালোবাসা সবকিছুরই তাৎপর্য এক এক রকম। সম্পর্কের যত্ন করা উচিত। যদি ও জানতে হয়, আর সেটা নির্ভর করে পরিবার, তার চারপাশের পরিবেশের উপর। সময়ের সাথে সাথে নতুন কিছু সম্পর্কের আবির্ভাব হয়। তার সাথে সাথে কিছু সম্পর্ক ফিকে হয়ে যায়। হারিয়ে যায় অনেক যত্নে গড়া সুসম্পর্ক।

একটা সম্পর্ককে সুন্দরভাবে গড়ে তুলতে কতটুকু সময়, শ্রম এবং কতটুকু ধৈর্যের প্রয়োজন হয়, তা কেবল সম্পর্ককে বাঁচিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করা মানুষটাই জানে।

সম্পর্কের মাঝে যখন বিশ্বাস শব্দটা একবার প্রশ্নের সম্মুখীন হয় তখন সে বারবার ধাক্কা খায়। আর তখনই কিছু সুসম্পর্ক নাম মাত্র সম্পর্কে পরিণত হয়।

পূর্ববর্তী নিবন্ধআসুন আমরা সবাই সচেতন হই
পরবর্তী নিবন্ধসেলস হচ্ছে এক বৈজ্ঞানিক শিল্প