সমৃদ্ধ দেশ গড়তে যুব শক্তিকে কাজে লাগাতে হবে

আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে বক্তারা

| বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ at ৬:৪৫ পূর্বাহ্ণ

যুব উন্নয়ন অধিদপ্তর ও ঘাসফুল : চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে যুব উন্নয়ন অধিদফতর ও উন্নয়ন সংগঠন ঘাসফুল জঅওঝঊ কর্মসূচির আয়োজনে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে কর্মসূচিতে ছিল র‌্যালি, আলোচনা সভা, শপথপাঠ, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ। এতে প্রধান অতিথি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন শারমিন জাহান। বিভাগীয় কমিশনার সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। শুভেচ্ছা বক্তব্য প্রধান রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ আবুল বাসার। অনুষ্ঠানে ঘাসফুলসহ উন্নয়ন প্রতিষ্ঠান ইপসা,বিশ্বাস যুব উন্নয়ন সংস্থা, ইকো ফাউন্ডেশন ও যুব এবং নারী সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, যুব সমাজ দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তিনি যুব শক্তিকে কাজে লাগিয়ে দেশকে সমৃদ্ধ করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন,প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করতে হবে।

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান,‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যে রাঙ্গুনিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, শপথ গ্রহণ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মহিউদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. শরমিন আক্তার, মৎস্য অফিসার সুজাত কুমার চৌধুরী, সমাজসেবা অফিসার মুহাম্মদ হাসান, পল্লী উন্নয়ন অফিসার মাসুদ রানা, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী। বক্তব্য রাখেন ইসমাইল হোসেন, নাজমুল আমিন, কলিম উল্লাহ, আবদুর রহিম প্রমুখ।

হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান,হাটহাজারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস গতকাল মঙ্গলবার উদযাপন করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, যুব ঋন বিতরন সম্মাননা প্রদানের আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উডপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. সুজন কানুনগো, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া ও উপজেলা শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন খোরশেদ আলম শিমুল প্রমুখ।

বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান,বাঁশখালী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম।‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. জসিম উদ্দিন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সরওয়ার হোছাইন চৌধূরী, কৃষি সমপ্রসারন কর্মকর্তা জয়দেব চন্দ্র রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল করিম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এয়ার মোহাম্মদ, মো. ইসরাঈল হক, উন্নয়ন সংস্থা ইপসাসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

কাপ্তাই : কাপ্তাই প্রতিনিধি জানান,কাপ্তাই উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়ার লক্ষ্যে গতকাল মঙ্গলবার জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা ও চেক বিতরেণর আয়োজন করা হয়। শুরুতে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা কমপ্লেক্স এলাকা প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার নেলী রুদ্র। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহসভাপতি রহমত উল্ল্যাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা জামায়াতের আমীর মো. হারুনর রশীদ এবং চন্দ্রঘোনা খ্রীষ্টীয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবির খিয়াং। বক্তব্য রাখেন সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্ত, ইব্রাহিম হাবিব মিলু, বিজয় মারমা, আব্দুল্লাহ আল নাহিয়ান ও রওশন আরা।

পূর্ববর্তী নিবন্ধসমৃদ্ধির বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা অতুলনীয়
পরবর্তী নিবন্ধস্যার মরিস ব্রাউন ইন্টারন্যাশনাল স্কুল-ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের মধ্যে সমঝোতা স্মারক সই