প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, রাজনীতির পথচলায় নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে যাচ্ছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।
পাঁচলাইশ থানা আ.লীগ–যুবলীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে পাঁচলাইশ থানা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে যুবলীগ নেতা মো. ফিরোজের সভাপতিত্বে ও মো. আলমগীরের সঞ্চালনায় কেক কাটা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ–সম্পাদক দিদারুল আলম দিদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবলীগ নেতা আসাদ রহমান খান। প্রধান বক্তা ছিলেন নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জাবেদুল আলম সুমন। অতিথি ছিলেন অ্যালুমিনিয়াম মালিক সমিতির সাধারণ সম্পাদক একরামুল হক। বিশেষ বক্তার বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগ নেতা কামরুল রশীদ পারভেজ। আরো বক্তব্য রাখেন যুবলীগ নেতা মাসুদ পারভেজ, নিজাম উদ্দীন নিরব, তৌহিদুল ইসলাম রনি, মো. নুরুল ইসলাম বাবুল, মো. হারুন, মো. আরমান, নগর ছাত্রলীগ নেতা নাঈম আশরাফ অভি, সালাউদ্দিন মুন্না, আবুল কালাম সাগর, সাইদুল ইসলাম রাজু, আব্দুল কাদের বিপ্লব, সাইদুল ইসলাম বাপ্পি, মো,.ওমর ফারুক পারভেজ, মো. মামুন, রেদওয়ান হক রাতুল, মেহেদি হাসান, আহনাফ মানিক, মো. সাকিব, মো. রাকিব, মো. ইসমাইল, মো. রুবেল, রাকিব প্রমুখ।
দক্ষিণ পতেঙ্গা যুবলীগ : শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর নির্দেশনায় ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর চৌধুরীর তত্ত্বাবধানে ৪১নং ওয়ার্ডের দক্ষিণ পতেঙ্গার হযরত ওসমান গনি জিন্নুরাইন (রহ.) জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. হান্নান। মাহফিলে উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মো. ফোরকান, মো. শরীফ, মো. লোকমান, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, হারুন মেম্বার, দপ্তর সম্পাদক মো. ইয়াছিন, সদস্য সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আকাশ, আবদুল করিম, আলমগীর চৌধুরী, মো. পারভেজ প্রমুখ।
চান্দগাঁও বঙ্গবন্ধু ফাউন্ডেশন : প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে চান্দগাঁও বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত পূর্ব ফরিদের পাড়া জামে মসজিদে এক সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ওয়াহিদুল আলম ওয়াহিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪নং চান্দগাঁও ওয়ার্ড আ.লীগের আহ্বায়ক নুর মোহাম্মদ নুরু। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতা মো. আলাউদ্দিন চৌধুরী মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন শাফায়েতুল হক জাবেদ, সৈয়দ গোলম আযাদ, মো. খোরশেদ আলম, মো. আলমগীর, মো. আরিফ, মো. এহসান, মো. হেলাল উদ্দিন, মো. ইকবাল, মো. ইব্রাহিম, সাজ্জাদুল ইসলাম, মো. সোহেল রানা, মো. জাহেদ। উপস্থিত ছিলেন মো. আশরাফ রিয়াদ, শাখাওয়াত হোসেন, মো. মহিউদ্দিন, মো. জুনায়েদ, মো. ফাহিম, মো. ফরহাদ, মো. আবিদ হাসান, মো. মুরাদ, মো. তানভীর, জোনাইদ, সাঈদ, রবিন প্রমুখ।
দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ জন্মদিন উপলক্ষে দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বলুয়ারদীঘি জামে মসজিদে মিলাদ–মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক আবু তৈয়ব সিদ্দিকী, সিনিয়র সহ–সভাপতি কুতুব উদ্দীন সেলিম, আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল হারুন ও আবদুল হান্নানসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ জন্মদিন উপলক্ষে ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে গত সোমবার বেলা এগারটায় নগরীর ষোলশহর ২নং গেটস্থ একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বের গুণে তিনি আজ বিশ্ব নেতৃত্বে পরিণত হয়েছেন। পরে মিলাদ ও দোয়া মাহফিল শেষে মাদরাসার ছাত্র–ছাত্রীদের মাঝে রান্না খাবার বিতরণ করা হয়। এতে সৈয়দ আমিনুল হক, মেজবাহ উদ্দিন নোবেল, সাইফুল করিম চৌধুরী, দ্বীনবন্ধু দাশগুপ্ত, মুক্তিযোদ্ধা মান্নান খান, নজরুল ইসলাম, আলী হায়দার, আল মাসুদ হিরু চৌধুরী, শিবু বড়ুয়া, রফিকুল ইসলাম, শেখ শাহীন, শফিউল আজম মন্টি, মোঃ ইমরান, বিশ্বজিৎ দে, মোঃ শাকিল, মিজান, রাজু দেবনাথ, পংকজ দে, ইঞ্জিনিয়ার জাবেদ হোসেন রাজু মোজাম্মেল হক জাবেদ, এসএম তানভীর হাসান, ছাত্রলীগ নেতা ঈশান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু ছাত্র ও যুব পরিষদ : বঙ্গবন্ধু ছাত্র ও যুব পরিষদ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভাত্তোর আনন্দ মিছিল হাটহাজারী ডাক বাংলো হতে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সংগঠনের সভাপতি মোসলেম উদ্দিনেরর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হানিফ বাদশার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক– মনজুর হোসেন চৌধুরী মাসুদ চেয়ারম্যান, গুমানমর্দ্দন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, তসলিম হায়দার। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগ সহ সভাপতি সৈয়দ নূরুল আলম, আওয়ামী লীগ নেতা সৈয়দ মুহিবুল হক মুহিব, নুরুল আবছার, শ্যামল বড়ুয়া, আবু মোহাম্মদ ফোরকান, হাসান লিটন, মোহাম্মদ হারুন উর রশিদ, মোঃ ইলিয়াস, পৌরসভা আওয়ামী লীগ নেতা মোঃ নাজিম উদ্দিন, অধ্যাপক মোঃ আলমগীর, রিয়াজ মোহাম্মদ, ইকবাল, মোহাম্মদ লোকমান, এসকান্দার হোসেন, শাহ আলম, মোঃ শাহ আলম।
মোবাশ্বিরা ফাউন্ডেশন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মোবাশ্বিরা ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও প্রতিবন্ধী শিশুর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর চকবাজার লাল চাঁন রোডস্থ মোবাশ্বিরা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে সভার আয়োজন করা হয়। এতে মোবাশ্বিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ–সমবায় সম্পাদক আবদুল্লাহ আল মামুন চৌধুরী, ৪২ নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগ নেতা মো. শাহিনুল আলম, কাজল প্রিয় বড়ুয়া, শহিদুল ইসলাম শহিদ, মুমিন, শাহ আলম, আবুল কাসেম, মুমিন, কায়েস, ইয়াকুব, আলমগীর, মিঠু, আসাদ রুবেল, জাহাঙ্গীর, জোসেফ, আবদুল্লাহ, মো. জাহাঙ্গীর আলম তাসিন প্রমূখ। অনুষ্ঠান শেষে আবদুল্লাহ আল মামুন চৌধুরী ৭৪টি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করেন।
উপজেলা আওয়ামী লীগ : উপজেলা আ.লীগের উদ্যোগে চন্দনাইশ পৌরসদরস্থ শাহ আমিন উল্লাহ (রহঃ) মাজার প্রাঙ্গনে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, পৌরসভা আ.লীগ সভাপতি কায়সার উদ্দীন চৌধুরী, উপজেলা আ.লীগের সহ–সভাপতি মাস্টার আহসান ফারুক, বলরাম চক্রবর্তী, মাহাবুবুর রহমান চৌধুরী, ফরিদুল আলম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।