‘সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদী সুনীল অর্থনীতির প্রসারে বিশ্বব্যাপী অংশীদারিত্ব বৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে ধারণ করে চবি প্রতীকী জাতিসংঘ সংস্থার উদ্যোগে চারদিন ব্যাপী প্রতীকী জাতিসংঘ সম্মেলন গত ৭ ফেব্রুয়ারি শুরু হয়েছে। এ উপলক্ষ্যে চবি ব্যবসায় প্রশাসন অডিটরিয়ামে অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন চবি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এ সময় চবি মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, চবি আইন বিভাগের প্রফেসর এ বি এম আবু নোমান, লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ, মেরিন সায়েন্সস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহনেওয়াজ চৌধুরী, সহকারী প্রক্টর সৌরভ সাহা জয় ও নাজেমুল আলম মুরাদ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি ছিলেন কলকাতা ইউনিয়ন ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কৃতি সরকার।
উপ–উপাচার্য (একাডেমিক) বলেন, একটি দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হচ্ছে সমুদ্র। এ সম্পদ রক্ষায় সরকারের পাশাপাশি বৈশ্বিক সহযোগিতারও প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্র সম্পদ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সম্পদ রক্ষায় আমাদের সমুদ্র বিজ্ঞানীসহ সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি প্রতীকী জাতিসংঘ সংস্থার হেড অব রিসার্স নাহিয়ান নারা।
সম্মেলনের মহাসচিব আব্দুল্লাহ আল জিদান, উপ–মহাসচিব মো. তারিক মনাওয়ার ও মহাপরিচালক ইসফাকুল কবির আসিফসহ ৯৪ সদস্যবিশিষ্ট সেক্রেটারিয়েট গঠিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।