সমুদ্র সম্পদের সুরক্ষা ও ব্যবহারে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

সেমিনারে চবি উপাচার্য

| রবিবার , ৯ জুন, ২০২৪ at ১০:১১ পূর্বাহ্ণ

বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষ্যে চবি সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের উদ্যোগ বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হয়। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সেমিনারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চবি উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন, চবি মেরিন সাইন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।

চবি উপাচার্য বলেন, ২০১২ এবং ২০১৪ সালে যথাক্রমে মিয়ানমার এবং ভারতের সাথে বাংলাদেশ সরকারের সমুদ্র বিজয়ের বিষয় এবং সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে মেরিন সায়েন্স এবং সমুদ্র সম্পদ নিয়ে কাজ করে এমন বিশ্ববিদ্যালয়গুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। উপাচার্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে নিজ নিজ অবস্থানে থেকে সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে টেকসই উন্নয়ন ও লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করার আহ্বান জানান। চবি ইনস্টিটিউট অব মেরিন সাইন্সেসের পরিচালক প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন সভাপতিত্বে কীনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন, চবি ইনস্টিটিউট অব মেরিন সাইন্সেসের প্রফেসর সাইদুর রহমান চৌধুরী, প্রফেসর ড. মো. সাহাদাত হোসেন ও প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী। বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষ্যে র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পূর্ববর্তী নিবন্ধআরব আমিরাতের সাথে বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক সুসম্পর্ক রয়েছে
পরবর্তী নিবন্ধগ্রামে শহরের সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন সরকার