কুষ্টিয়ায় সমাবেশে বক্তব্য দেওয়ার মধ্যেই জামায়াতে ইসলামীর এক নেতা মারা গেছেন। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া শহরের একতারা চত্বরে প্রতিবাদ সমাবেশ করছিলেন নেতাকর্মীরা। সেখানেই বক্তব্য দিচ্ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাশেম। মুহূর্তের মধ্যে তিনি অচেতন হয়ে পড়ে যান। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর বিডিনিউজের।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ারদার বলেন, বক্তৃতারত অবস্থায় অচেতন হয়ে পড়েন আবুল হাসেম। দ্রুত তাকে থানা পাড়ার মান্নান হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুজা উদ্দি জোয়ারদার বলেন, চিকিৎসকরা প্রাথমিকভাবে বলেছেন, তিনি হয়ত মস্তিষ্কের রক্তক্ষরণে মারা গেছেন। বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন। পরে হয়ত বিস্তারিত বলা যাবে।












