সমাজ হিতৈষী হিসেবে ইবনে জাফর শফি চৌধুরী স্মরণীয় হয়ে থাকবেন

নাগরিক শোকসভায় বক্তারা

| বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৯:৪৩ পূর্বাহ্ণ

সমাজসেবক ক্যাপ্টেন আলহাজ ইবনে জাফর শফি চৌধুরীর নাগরিক শোক সভা গতকাল বুধবার সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ মনজুর আলমের সভাপতিত্বে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চবির সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। স্বাগত বক্তব্য রাখেন নাগরিক শোকসভা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর। বক্তব্য রাখেন কাজী আলতাফ হোসেন, লোকমান আলী, নুরুদ্দিন চৌধুরী, নেছার আহম্মদ, সোহেল চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী, সৈয়দ মোহাম্মদ আলাউদ্দিন, নাফিজা সুলতানা। প্রধান অতিথি বলেন, শফি চৌধুরী মসজিদ মাদ্রাসায় নীরবে দান করতেন। সমাজ হিতৈষী হিসেবে ইবনে জাফর শফি চৌধুরী স্মরণীয় হয়ে থাকবেন। সভাপতির বক্তব্যে মনজুর আলম বলেন, সমাজের জন্য যাদের অবদান থাকবে তারা স্মরণীয় হয়ে থাকবেন। এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅনেক মামলার নিষ্পত্তি গ্রাম আদালতেই করা সম্ভব
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে দুই দিনব্যাপী সম্মেলন করবে চবি প্রাক্তনীরা