সমাজ সেবা অধিদপ্তরের নিবন্ধন পেল কিডনি রোগী কল্যাণ সংস্থা

| বুধবার , ২১ ডিসেম্বর, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ

সমাজ সেবা অধিদপ্তরের নিবন্ধন পেল কিডনি রোগী কল্যাণ সংস্থা। গত ১৯ ডিসেম্বর কিডনি রোগী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি এস.এম.জাহেদুল হক এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদের হাতে নিবন্ধন সনদ হস্তান্তর করেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের ডেপুটি ডাইরেক্টর মোহাম্মদ ফরিদুল আলম ও সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক তানজিমুল মুসলেমিন এতিম খানার সুপারিন্টেনডেন্ট হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ।

১৬ কোটি জনসংখ্যার এই বাংলাদেশে ২ কোটিরও অধিক মানুষ কোনো-না-কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। মরণব্যাধি কিডনি রোগের দীর্ঘমেয়াদী চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। প্রতিবছর অগণিত মানুষ অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছে। এমন বাস্তবতায় অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত হতদরিদ্র কিডনি রোগী ও ভুক্তভোগী পরিবারকে সহযোগিতা এবং জীবন রক্ষার প্রয়োজন বোধ থেকে ২০১৯ সালের ১৪ মার্চ বিশ্ব কিডনি দিবসে প্রতিষ্ঠা করা হয় কিডনি রোগী কল্যাণ সংস্থা।

বিশেষ করে চিকিৎসক, হাসপাতাল, ক্লিনিক, ল্যাব, ব্লাড ও অক্সিজেন ব্যবস্থাপনা, অ্যাম্বুলেন্স সার্ভিস, ন্যায্যমূল্যে ডায়ালাইসিস, ঔষধসহ কিডনি রোগীদের চিকিৎসার সু-ব্যবস্থা সংস্থার মূল উদ্দেশ্য।

এ লক্ষ্যে স্বাস্থ্যবিষয়ক সরকারি-বেসরকারি দপ্তরসমূহ, এনজিও, মানবিক সংগঠন, ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশ-বিদেশের সহযোগিতায় হতদরিদ্র রোগীদের বিড়ম্বনামুক্ত সাশ্রয়ী মূল্যে, বিনামূল্যে চিকিৎসার সু-ব্যবস্থার মাধ্যমে জীবনরক্ষার এক অদম্য প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠা করা হয় কিডনি রোগী কল্যাণ সংস্থা। দীর্ঘ চার বছর অক্লান্ত পরিশ্রম ও প্রতিনিয়ত রোগীদের পাশে দাড়ানোর প্রাণপণ প্রচেষ্টার ধারাবাহিকতায় কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত সমাজ সেবা অধিদপ্তরে অধীনে সংস্থার নিবন্ধন সনদ অর্জিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএন্ডএফ মালিক সমিতি চট্টগ্রামের সভা
পরবর্তী নিবন্ধআজ উপসংঘরাজ সত্যপ্রিয় মহাথেরর অন্ত্যেষ্টিক্রিয়া শুরু