সমাজ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়

কেবিনেট সভায় চট্টগ্রাম ওয়াসার এমডি

| বুধবার , ২৮ অক্টোবর, ২০২০ at ১০:৩৭ পূর্বাহ্ণ

সামাজিক সংগঠন প্রয়াসের কেবিনেট সভা এবং সংগঠনের ১২তম বর্ষপূর্তি ও গুণীজন সম্মাননা উপলক্ষে প্রস্তুতি সভা গত সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জনির সার্বিক পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এবং সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। মুখ্য আলোচক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবং পিএইচপি ফ্যামিলির নির্বাহী পরিচালক লায়ন হুমায়ূন কবির। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মোমিনুল হক, চট্টগ্রাম সিনিয়র সিটিজেন সোসাইটির জয়েন্ট সেক্রেটারি লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী, মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, মো. মোহছেন আলী মহসিন, রোটারিয়ান মৃনাল কান্তি দত্ত, প্রয়াস পরিচালক মহসীন উল কাদের, চৌধুরী সাহাদাত হোসেন, আবদুল মোরশেদ চৌধুরী, বেলায়েত হোসেন চৌধুরী রুবায়েত, হেফাজ উদ্দিন আহমেদ, নাসরিন হক, জোবাইদা খানম তানজু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কিবরিয়া হোসাইন বাপপী, সুভাষ সরকার, এ কে এম মোস্তাফিজুর রহমান রাসেল, মো. শাহজাহান, মো. ইসমাইল, আবদুল মাবুদ সুমন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এ কে এম ফজলুল্লাহ বলেন, সমাজ বিনির্মাণে নিঃস্বার্থ ভাবে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস। সভায় আগামী মাসে সংগঠনের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং গুণীজন সম্মাননা ২০২০ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকর্ণফুলী টানেল হলে দক্ষিণ তীরে আরেকটি শহর গড়ে উঠবে