সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনের বিকল্প নেই

মুক্তবিহঙ্গ ক্লাবের অনুষ্ঠানে বক্তারা

| বৃহস্পতিবার , ২ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনের বিকল্প নেই। তরুণ সমাজকে জাগ্রত করতে হলে সম্মিলিতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। কিশোর অপরোধের পাশাপাশি পিতা-মাতাকেও সচেতন হতে হবে। সমাজে আজ নৈতিকতার বড়ই অভাব, আমরা কেবল টাকার পিছনে ছুটছি, এর প্রভাব পড়ছে যুব সমাজের উপর। জাতিকে সচেতন ও শিক্ষিত করতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। চরপাথরঘাটা মুক্তবিহঙ্গ ক্লাবের ৩০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আজিম আলী।
কর্ণফুলি থানাধীন চরপাথরঘাটা পুরাতন ব্রীজঘাট চত্বরে সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ সুমনের সঞ্চালনায় ও সভাপতি নাজিম উদ্দিন রিয়াদের সভাপতিত্বে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের সভাপতি লায়ন এম এন ছাফা, শাহজাহান ফারুকী, চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছৈয়দ আহমদ, জয়নাল আবেদিন, ক্লাবের প্রতিষ্ঠাতা ও কর্ণফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মাদ সেলিম হক। এ সময় বক্তব্য রাখেন আনোয়ার সাদাত মোবারক, মোহাম্মদ সেলিম খান, খুরশিদ আলম বিপ্লব, জাফর ইকবাল, সাইফুদ্দিন সাইফ, মো. ইয়াছিন, আশরাফ আলী মন্টু, মো. আলী জিন্নাহ, আব্দুর রশিদ, আব্দুল লতিফ, করিম আলী, আব্বাস খান, জসিম উদ্দিন, মামুনুর রশীদ, আজাদ উদ্দিন শাহিন, মহিউদ্দিন বাদশা, আরাফাত হোসেন পাপ্পু, দোস্ত মুহাম্মাদ। এতে আরও উপস্থিত ছিলেন হোসাইন, মোবারক, রিদুয়ান, তারেক হোসেন, মুন্না, রাসেল রাইন, আরিয়ান দিদার, হেদায়েত হোসেন রিমন, জেএস সামুন, রুবেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিবহন শ্রমিকদের কল্যাণে কাজ করেছেন রুহুল আমিন
পরবর্তী নিবন্ধদেশজুড়ে উপভোগ করা যাবে রবির ভোল্টি সেবা