চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, সরকার দেশের বিদ্যমান সৌহার্দপূর্ণ সামপ্রদায়িক সমপ্রীতি আরো সমুন্নত রাখতে বদ্ধপরিকর। মানুষে মানুষে ভ্রাতৃত্ব স্থাপন এবং সমাজে সাম্য প্রতিষ্ঠাই হোক দুর্গোৎসবের মূল লক্ষ্য। তিনি গত বুধবার নগরীর আন্দরকিল্লাস্থ তার বাসভবনে আয়োজিত বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বলের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকাশ দাশ অসিত। বক্তব্য রাখেন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক লায়ন আশীষ ভট্টাচার্য, রানা বিশ্বাস, শৈবাল দাশ সুমন। এসময় উপস্থিত ছিলেন সাধন ধর, মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুন, লায়ন দুলাল চন্দ্র দে, সুমন দেবনাথ, বাবুল ঘোষ বাবুন, অরূপ রতন চক্রবর্তী, নটু কুমার ঘোষ, বিপ্লব চৌধুরী, নিখিল ঘোষ, প্রদীপ শীল, বিপু ঘোষ বিলু, সজল দত্ত, বিপ্লব সেন, অ্যাডভোকেট টিপু শীল জয়দেব, সুকান্ত মহাজন টুটুল, দীপংকর দেবনাথ, অ্যাডভোকেট গৌতম সিংহ হাজারী, প্রিয়তোষ ঘোষ রতন, বিশ্বজিৎ রায়, সঞ্জয়িতা দত্ত পিংকি, নারায়ণ সিংহ, বাপ্পি নন্দী, পিন্টু দত্ত তমাল, বাবুল দাশ তনয়, তমাল শর্মা চৌধুরী, অজয় চৌধুরী সাজু, উজ্জ্বল সুশীল, অপরেশ দাশ, রাজন দাশ, সাজু চৌধুরী, রাধারাণী দেবী, পম্পী দাশ, দীপ্ত সিংহ, শ্যামল দাশগুপ্ত, প্রকৌশলী সৈকত দাশ, রুবেল শীল, রুমন ভট্টাচার্য, সমীরণ মল্লিক, সুমন কান্তি নাথ, অশোক দত্ত, রতন দাশ, টিটু চৌধুরী, রবিন দাশ, লিটন দেবনাথ লিখন, ডা. নেহেরু লাল ধর, উজ্জ্বল দেওয়ানজী, শিমুল দে, প্রকৌশলী রামচন্দ্র দাশ, মান্না দে, রাজীব নন্দী বাবু, বাপ্পি দাশ, উত্তম মহাজন নব, দীপক দাশ, মিঠুন সরকার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।