সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় এক মহান দায়িত্ব আইন পেশা

আইআইইউসির ল’ ক্লাবের কর্মশালায় ড. মাহবুব

| মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৯:৫৬ পূর্বাহ্ণ

আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, আইন কেবল একটি পেশা নয়, এটি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার এক মহৎ দায়িত্ব। একজন প্রকৃত আইনজীবীর কাজ কেবল আদালতে মামলা পরিচালনা নয়, বরং সমাজে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অবদান রাখা। তিনি বলেন, বর্তমান বিশ্বে আইন পেশার পরিধি ও চ্যালেঞ্জ উভয়ই বেড়ে গেছে। ডিজিটাল যুগে আইনের প্রয়োগক্ষেত্র যেমন বিস্তৃত হচ্ছে, তেমনি নৈতিকতা ও পেশাগত সততা রক্ষা করাও হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান অর্জনে সীমাবদ্ধ না থেকে নিজেদের গবেষণা, বিশ্লেষণ এবং বাস্তব আইনি দক্ষতা বাড়াতে হবে। ভবিষ্যতের আইনজীবীরা যেন সমাজের দুর্বল ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ‘লিগ্যাল ক্যারিয়ার: অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক কর্মশালা এবং আইআইইউসি ল ক্লাবের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন অনুষদের ডিন প্রফেসর ড. মাইমুল আহসান খান। মূল বক্তা ছিলেন বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের আইন ও নীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম, যিনি আইন পেশার সুযোগ ও চ্যালেঞ্জ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, বর্তমান যুগে আইনি পেশায় নৈতিকতা, দক্ষতা ও প্রযুক্তিনির্ভর জ্ঞানের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ আইনজীবীরা যদি এই তিনটি গুণ অর্জন করতে পারে, তবে তারা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় অগ্রগামী ভূমিকা রাখতে পারবে। স্বাগত বক্তব্য রাখেন এলএলএম প্রোগ্রামের কোঅর্ডিনেটর সহযোগী অধ্যাপক মহি উদ্দীন। অনুষ্ঠানে ল ক্লাবের সাবেক প্রেসিডেন্ট সহকারী অধ্যাপক আব্দুল মালেককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট সরকারি অধ্যাপক কলিম উল্লাহকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে আইআইইউসি ল ক্লাবের নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। বিদায়ী কমিটিকে ধন্যবাদ জানিয়ে বক্তারা নতুন কমিটির সদস্যদের আগামীর পথচলায় সাফল্য কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুরাদপুর-চকবাজার সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্ভোগ চরমে
পরবর্তী নিবন্ধতড়িৎ প্রকৌশল বিভাগে ‘আধুনিক সুইচগিয়ার অ্যান্ড প্রটেকশন’ ল্যাবের উদ্বোধন