বিশিষ্ট সমাজসেবক গারাংগীয়া আলিয়া মাদ্রারাসার সাবেক সেক্রেটারী রাজনীতিবিদ হাজী মনির আহমদের মৃত্যুতে গারাংগীয়া দরবার চট্টগ্রাম মহানগরের কেন্দ্রীয় খানকা শরীফ তথা ঘাটফরহাদবেগস্থ খানকা শরীফের সাধারণ সম্পাদক ও আনঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন কেন্দ্রীয় ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব সাহবুদ্দীন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য, তিনি গারাংগীয়া দরবারের হযরত বড় হুজুর কেবলার (র:) বিশিষ্ট মুরিদ ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।