নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে যে মতভেদ রয়েছে, তা কাটাতে সংলাপের বিকল্প নেই বলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলকে জানিয়েছে জাতীয় পার্টি। সফররত ইইউর প্রাক–নির্বাচনী অনুসন্ধানী দলের সঙ্গে বৈঠকের পর গতকাল সাংবাদিকদের এ কথা জানান জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। খবর বিডিনিউজের।
গতকাল ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে জাতীয় পার্টির পক্ষে ছিলেন দলের চেয়ারম্যান এবং সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের, মহাসচিব চুন্নু এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা।
ইইউর সঙ্গে বৈঠকের বিষয়ে জাতীয় পার্টি মহাসচিব চুন্নু বলেন, আওয়ামী লীগ ও বিএনপি এক দফা নিয়ে আছে। বিএনপি সরকারের পদত্যাগ চায় আর আওয়ামী লীগ শেখ হাসিনার অধীনে নির্বাচন চায়। জাতীয় পার্টির এক দফা হচ্ছে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমাদের অবস্থান হলো এই দেশের মানুষও একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়।
রাজনৈতিক বিরোধ অবসানে সংলাপে জোর দিয়ে তিনি বলেন, রাজনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। আলোচনার মূল উদ্যোগ সরকারের পক্ষ থেকেই নিতে হবে। সংলাপ ছাড়া সমাধান হবে না। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সরকারকেই সংলাপের উদ্যোগ নিতে হবে।
ইইউ একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা রেখেছে জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব বলেন, তারা বলেছেন, নির্বাচন ভালো হোক এটা তারা চান। একটা ভালো নির্বাচনের জন্য পর্যবেক্ষক পাঠানো হবে কিনা, এটা জানতে এসেছেন বলে আমাদের জানিয়েছেন। বড় দুই দল আন্দোলনের মাঠে আছে, আমাদের অবস্থান কী? সেটাও তারা জানতে চেয়েছে। আমরা বলেছি, আমরা জনগণের পাশে আছি।
ইইউর আরেকটি প্রতিনিধিদল আগামী ২৩ জুলাই বাংলাদেশে আসবে বলে জেনেছেন বলে জানান চুন্নু।












