সমলয় পদ্ধতির চাষাবাদে উদ্বুদ্ধ করতে হবে

পটিয়ায় ব্লক প্রদর্শনী উদ্বোধনে জেলা প্রশাসক

পটিয়া প্রতিনিধি | বুধবার , ৩১ জানুয়ারি, ২০২৪ at ৯:৪২ পূর্বাহ্ণ

জেলা প্রশাসক ড. আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, আমাদের সব জমিগুলোকে আবাদযোগ্য করে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে দেশ খুব দ্রুত ধান উৎপাদনে শীর্ষ স্থান দখল করতে পারবে। কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার টেকসই যান্ত্রিকীকরণের উদ্যোগ গ্রহণ করেছে। কৃষকরা মাঠে একসঙ্গে একই জাতের ধান, একই সময়ে যন্ত্রের মাধ্যমে রোপণ করতে পারবেন। এ পদ্ধতিতে বীজতলা তৈরি, চারা রোপণ ও ধান কাটাসবই যন্ত্রের মাধ্যমে হবে। প্রচলিত রীতিতে বীজতলা তৈরি না করে জমি ও সময় অপচয়রোধে কৃষি যান্ত্রিকীকরণের যুগোপযোগী পদ্ধতি হচ্ছে সমলয় চাষ। এ জন্য আমাদের সব কৃষককে ধান উৎপাদনে সমলয় পদ্ধতির চাষাবাদে উদ্বুদ্ধ করতে হবে।

তিনি গতকাল মঙ্গলবার পটিয়ায় ২০২৩২০২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় দক্ষিণ হাইদগাঁও এলাকায় বোরো ধানের (হাইব্রিড) সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনী স্থাপনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দীন ভূঞা জনির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুচ ছোবহান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান। বক্তব্য রাখেন ডিএই চট্টগ্রাম কৃষি প্রকৌশলী মোহাম্মদ আমজাদ হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ বুলবুল, আবদুর রাজ্জাক, সরোয়ার উদ্দিন, মহসিন আরাফাত, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আবু রিয়াদ, মোস্তাক আহমদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারজানা আকতার।

পূর্ববর্তী নিবন্ধচবি আইকিউএসির ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থা’ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধঅরাজকতার মধ্যে যাব না শিল্পী সমিতি নির্বাচন প্রসঙ্গে রোজিনা