উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন পিয়ংইয়ংয়ের একটি সামরিক একাডেমি পরিদর্শনে গিয়ে যে কোনো যুদ্ধের সঙ্গে খাপ খাইয়ে নিতে একটি শক্তিশালী ও আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সহযোগিতায় উত্তর কোরিয়া এরই মধ্যে কুর্স্কে কয়েক হাজার সৈন্য পাঠিয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার অনুমান, সামরিক ইউনিট ও তাদের প্রশিক্ষণ দেখতে কিম আগে যেসব পরিদর্শনে গিয়েছিলেন, তা রাশিয়ায় অতিরিক্ত সৈন্য প্রেরণের প্রস্তুতির অংশ হতে পারে। খবর বিডিনিউজের।
মঙ্গলবার উত্তর কোরিয়ার শীর্ষ নেতার ক্যাং কন মিলিটারি একাডেমি পরিদর্শনেরও একই উদ্দেশ্য কিনা, সে সম্বন্ধে তাৎক্ষণিকভাবে সিউলের কোনো মূল্যায়ন পাওয়া যায়নি। কয়েকদিন আগে কিম পিয়ংইয়ংয়ের হায়ংজেসান–গিয়কে অবস্থিত কিম ইল সাং ইউনিভার্সিটি অব পলিটিঙও পরিদর্শন করেন। উত্তর কোরিয়ার এই বিশ্ববিদ্যালয়ে অভিজান ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে গিয়ে কিম সামরিক বাহিনীর প্রতি দেশের প্রতি আনুগত্য ও ত্যাগের প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছিলেন।