চন্দনাইশ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা গতকাল বুধবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে শপথ গ্রহণ করেছেন। তবে শপথ গ্রহণ শেষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিকেলে ফিরে আসেন।
এসময় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুল দিয়ে বরণ করে নেন পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী। বরণ শেষে মেয়র ও কাউন্সিলররা পৌর ভবনের দ্বিতীয় তলায় উঠার সময় সমর্থকদের মধ্যে হট্টগোল বাঁধে। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর এম. লোকমান হাকিমের ছোট ভাই এমদাদুল হক (৩২) আহত হন। পরে তাকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।