কৃষি কর্মজীবী কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা গতকাল রোববার হালিশহর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ক্ষুদ্র ব্যক্তি স্বার্থের বিপরীতে সামাজিক সুরক্ষার কবচ হিসেবে সমবায় আন্দোলনে দেশের ব্যাপক মানুষকে সম্পৃক্ত করতে পারলে তৃণমূলে শক্তিকেন্দ্র গড়ে উঠবে। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শ্যামল কান্তি চৌধুরী। বক্তব্য রাখেন কাজী মোহাম্মদ নুরুল আবছার, অমৃত বড়ুয়া, প্রতিষ্ঠানের কো-চেয়ারম্যান রাহাতউল্লাহ্ জাহিদ, ব্যবস্থাপনা পরিচালক হাফিজ আহম্মদ গিয়াসউদ্দিন, নাজমুন নবী, গিয়াসউদ্দিন স্বপন, বেলায়েত হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












