সমপ্রীতির ভিত্তিতে ঐক্য দরকার : মেয়র

রাণী রাসমণি ঘাটে বারুণী স্নানে পুণ্যার্থীর ঢল

আজাদী ডেস্ক | রবিবার , ৭ এপ্রিল, ২০২৪ at ১০:৪১ পূর্বাহ্ণ

নগরীর দক্ষিণ কাট্টলীর ঐতিহ্যবাহী রাণী রাসমণি ঘাটে গতকাল শনিবার মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বারুণী স্নান অনুষ্ঠিত হয়েছে। সর্বজনীন মহাতীর্থ বারুণী স্নান উদ্‌যাপন পরিষদের উদ্যোগে সকাল থেকে রাণী রাসমণি ঘাটে এই পুণ্যস্নানে অংশ নেন হাজার হাজার সনাতনী ভক্তবৃন্দ। এ উপলক্ষে রাণী রাসমণি ঘাটে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল গঙ্গাপূজা, বৈষ্ণব সেবা, ঋষি সমাবেশ, শ্রীমদ্ভগবত গীতাপাঠ, ধর্ম মহাসম্মেলন ও মহাপ্রসাদ বিতরণ।

বারুণী স্নান উদ্‌যাপন পরিষদের সভাপতি অলক নাথ চৌধুরীর সভাপতিত্বে ধর্মসম্মেলনে উদ্বোধক ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত। প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর অধ্যাপক মোহাম্মদ ইসমাইল, ফরিদ মাহমুদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল পালিত, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. নিতাই প্রসাদ ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন সুকান্ত ধর।

এ সময় মেয়র রেজাউল করিম বলেন, সামপ্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষের মধ্যে সমপ্রীতির ভিত্তিতে ঐক্য দরকার। বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে অসামপ্রদায়িকতাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে প্রতিষ্ঠার সুফল পাচ্ছি আমরা। তবে স্বাধীনতাবিরোধী শক্তি দেশের এই সমপ্রীতির পরিবেশ নষ্ট করতে তৎপর। আমাদের সবাইকে মিলে এই অসুর শক্তিকে দমন করে অসামপ্রদায়িক বাংলাদেশ রক্ষার সংগ্রামে শামিল হতে হবে।

হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, স্মার্ট বাংলাদেশের রূপকার শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার প্রত্যেক ধর্মের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। মানুষের কল্যাণে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে কাজ করার নামই ধর্ম। দেশের মানুষ কেউ ইসলাম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, আবার কেউ বা খৃষ্টান ধর্মে বিশ্বাসী। প্রত্যেক ধর্মের মূল নীতি এক ও অভিন্ন। কোন ধর্মে অনৈতিক কার্যকলাপ সমর্থন করে না। মানবিক মূল্যবোধ ও মানবতা যাদের নেই, তারা যেই ধর্মে বিশ্বাসী হউক না কেন তারা সঠিক ধর্মের অনুসারী নয়।

তিনি গতকাল শনিবার ফরহাদাবাদের ঐতিহাসিক মন্দাকিনী মেলা, স্নান, তর্পন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্দাকিনী মেলার শিব মন্দির চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লায়ন অশোক কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মসিউজ্জামান, ইউনুস গনি চৌধুরী, দেলোয়ার হোসেন মিন্টু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, উত্তর জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মনজুরুল আলম।

বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালীর সাগর উপকূলে গতকাল বারুণী স্নান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সাগর পাড়ে মেলা, নামকীর্তন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা শ্যামল কান্তি দাশ বলেন, বাঁশখালীর হিন্দু সমপ্রদায়ের লোকজন মহাস্নানে অংশ নিলেও প্রশাসনের নজরদারি ছিল দুর্বল। তাছাড়া সেখানে যাতায়াতকারীদের অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ তুলেন তিনি। হিন্দু ধর্মাবলম্বীদের এ মহান বারুণী স্নানে প্রশাসন ও জনপ্রাতনিধিদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধমোবাইল ব্যাংকিংয়ে জামানত জমা দিতে পারবেন প্রার্থীরা
পরবর্তী নিবন্ধমানুষের মুক্তির জন্য লড়াই করতে হবে