সমপ্রীতিই আমার দেশ

সঞ্চিতা তালুকদার | শুক্রবার , ১১ অক্টোবর, ২০২৪ at ৭:২১ পূর্বাহ্ণ

আমার দেশ অন্য দেশ থেকে ভিন্ন, প্রতিটি ধর্মের অনুরাগীরা প্রতিটি পরবেপার্বনে আনন্দ উৎসবে মেতে উঠি, ছোটবেলায় যখন দুর্গাপূজা হতো, কখন সন্ধ্যা ঘনিয়ে আসবে অপেক্ষা করতাম, পাড়ার সমবয়সী হতে সব বয়সী সেজেগুঁজে বের হতাম দুর্গাপূজা দেখতে। প্রথমে মাস্টার বাড়ির পূজা দেখে সন্তোষ বাবুর মণ্ডপে যেতাম। চাঁদের জোছনার আধো আধো আলোতে ঝিঁঝি পোকার মিটমিট বাতিতে কী সুন্দর লাগতো, রোজার সময় ইফতারি খেতেই হবে ঠিক আযান দেওয়া পর। সবাই উপভোগ করতাম বা এখনো করি, ঈদে কার আগে কে গিয়ে সামাই খাবে প্রতিযোগিতা করতাম, যদিও খ্রিস্টানদের বড়দিনে তেমন আনন্দ করার সুযোগ হয়নি। যেহেতু আমাদের আশেপাশে কোনো গীর্জা ছিল না, ছিল চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালে। এভাবেই তো আমাদের প্রিয় বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধতারুণ্যের শক্তি
পরবর্তী নিবন্ধমা আসছে